Loading Now

ভেজালবিরোধী অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা

 

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীতে ভেজাল বিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরীর দপ্তরখানা ও নাজিরপুল এলাকায় এ অভিযান প্ররিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই’র ফিল্ড অফিসার আক্তারুজ্জামান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জাকির হোসেন ও বরিশাল মেট্রোপলিটন পুলিশে একটি টিম।

 

এ সময় নগরীর দপ্তরখানায় ভেজাল ঘি তৈরীর অপরাধে মিঠুন দে নামে এক ব্যবসায়ীরেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভেজাল ঘি ড্রেনে ফেলা দেয়া হয়। অপরদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করায় নাজিরপুল এলাকার শিল্পী বেকারীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান বলেন- সয়াবিন, পাম অয়েল, পশুর চর্বি, ভেজিটেবল ফ্যাট, আলুর পেস্ট, রাসায়নিক দ্রব্য, রং ও ফ্লেভার মিশিয়ে ওই কারখানায় ভেজাল ঘি তৈরি হতো। প্রতিবছরই রোজা বা ঈদকে সামনে রেখে এ ভেজাল ব্যবসা জমজমাট হয়ে ওঠে। তাই ভোক্তা পর্যায়ে খাদ্যের মান নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED