Loading Now

ভোলায় অস্ত্রসহ ৭ সন্ত্রাসী আটক

 

ভোলা প্রতিবেদক ॥

ভোলায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৭ সন্ত্রাসীকে আটক করেছে। এদেরকে ভোলা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোমবার ১৬ সেপ্টেম্বর দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার অপারেশন অফিসার সালাউদ্দিন রশীদ তানভীর ভোলা দক্ষিণ জোনের বিসিজি বেইজে প্রেসব্রিফিংএ সাংবাদিকদের এ তথ্য জানান।

আটক হওয়া ব্যক্তিরা হলেন : মো. মিজানুর রহমান, মো. মিরাজ হোসেন, আবুল কালাম, রাসেল আহমেদ, মো. মামুন, শামসুদ্দিন রহমান এবং সাইফুল মাহমুদ। এদের মধ্যে মিজানুর রহমান সন্ত্রাসী গ্রুপের প্রধান। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানানো হয়েছে।

এ সালাউদ্দিন রশীদ তানভীর জানান, আটককৃত ৭ জন চিহ্নিত সন্ত্রাসী। জেলার বিভিন্ন স্থানে তাদের বিরুদ্ধে পুলিশ-প্রশাসনের কাছে বেশ কয়েকজন ভুক্তভোগী মৌখিক অভিযোগ করেছেন। সবশেষ যৌথ বাহিনীর কাছে একাধিক ভুক্তভোগীরা অভিযোগ করলে নৌবাহিনী, কোষ্টগার্ড এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে রোববার দিনগত রাতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাদেরকে আটক করে। অস্ত্রের মধ্যে রয়েছে, রামদা, দা, কুড়াল, চাপাতি, শাবল এবং ছুরিসহ আরো অনেক কিছু। আটকৃতরা এলাকার ত্রাস ছিলো ।

Post Comment

YOU MAY HAVE MISSED