Loading Now

ভোলায় গরুর চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২

ভোলা প্রতিনিধি ।।

ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর এলাকায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- তজুমদ্দিনের বালিয়াকান্দি এলাকার নয়ন ও বোরহানউদ্দিন উপজেলার হাসান নগরের বাসিন্দা আমির হোসেন।

স্থানীয়রা জানান, তারা সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গরু চুরি করতে গেলে এলাকাবাসী বুঝত পারে। পরে তাদের ঘিরে ধরে গণপিটুনি দেওয়া হয়। নয়ন এলাকায় নদীর ডাকাত ও স্থলে চোরের গ্যাং লিডার হিসেবে পরিচিত ছিল।

লঞ্চঘাটে নয়নের আস্তানা ছিল। যাত্রীদের ধরে তার আস্তানায় এনে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অনেক ঘটনা রয়েছে। তার আস্তানায় এসব কাজে তার মা ও বোনসহ নারীদের একটি গ্যাং রয়েছে।

তজুমদ্দিন থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

Post Comment

YOU MAY HAVE MISSED