ভোলায় ঘরে ঢুকে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা
ভোলা প্রতিনিধি ।।
ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি, সদর উপজেলা জামে মসজিদের খতিব এবং ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস আমিনুল হক নোমানীকে (৪৫) নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাপ্তা ইউনিয়নের উত্তর পশ্চিম চরনোয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের মসজিদে এশার নামজ পড়ে আমিনুল হক নোমানী বাসায় যান। আনুমানিক ৯টার দিকে একদল দুর্বৃত্ত তার বাসায় ঢুকে পেটে, বুকে ও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চলে যায়। এ সময় তারা রোড লাইট বন্ধ করে দিয়ে যায়।
পরে স্থানীয় মসজিদের ছাত্র ও মুসল্লিরা আওয়াজ পেয়ে তারা বাড়িতে গেলে খতিবকে রক্তমাখা অবস্থায় দেখতে পায়। পরে তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার স্ত্রী ও সন্তানরা তজুমদ্দিনে বেড়াতে যাওয়ায় বাসা খালি ছিল।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, নিহতের বাসা থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। তার গলায় ও পেটে ধারালো অস্ত্র আঘাতের চিহ্ন রয়েছে। কারা, কেন তাকে হত্যা করল, তা উদঘাটনের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে রাখা হয়েছে।
এদিকে ভোলা সদর উপজেলা জামে মসজিদের খতিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস আমিনুল হক নোমানীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে মুসল্লিরা। তারা এই হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
Post Comment