ভোলায় জাটকা সংরক্ষণ অভিযানে অবৈধ জাল উদ্ধার
ভোলা প্রতিনিধি ।।
ভোলার লালমোহন উপজেলায় জাটকা সংরক্ষণ অভিযানে আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যের ৬৫টি অবৈধ বেহুন্দি জাল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে তেঁতুলিয়া নদীর অভয়াশ্রম এলাকায় এই অভিযান পরিচালিত হয়। পরে রাতেই জনসমক্ষে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের দিকনির্দেশনায় এ অভিযানে অংশ নেন লালমোহন উপজেলার সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী নেছার উদ্দিন ও সাইফুল ইসলাম, তথ্য সংগ্রহকারী মো. আনোয়ার হোসেন, অফিস সহায়ক খোকন এবং লালমোহন থানা পুলিশের সদস্যরা।
অভিযান প্রসঙ্গে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ বলেন, “জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রম এলাকায় আমরা কঠোরভাবে অভিযান পরিচালনা করছি। এরই ধারাবাহিকতায় তেঁতুলিয়া নদীতে আমাদের একটি চৌকস দল বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে।”
তিনি আরও জানান, জাটকা সংরক্ষণের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post Comment