ভোলায় দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী নাজিম আটক
ভোলা প্রতিনিধি ।।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার বিকেল ৫ টা হতে রাত ১০ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন এবং পুলিশ ও মাদক দ্রব্য অধিদপ্তর, ভোলা এর সমন্বয়ে ভোলা সদর উপজেলাধীন মধ্য বাপ্তা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উক্ত এলাকায় তল্লাশী করে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ১ টি দেশীয় অস্ত্রসহ ১ জনকে আটক করা হয়।
আটককৃত কুখ্যাত সন্ত্রসী মোঃ নাজিম উদ্দিন ভোলা সদর উপজেলাধীন মধ্য বাপ্তা ২নং ওয়ার্ড এর বাসিন্দা। জব্দকৃত সকল আলামতসহ আটককৃত আসামীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়।
Post Comment