Loading Now

ভোলায় পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

ভোলা প্রতিনিধি ।।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

রোববার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

মৃত শফিউল এবং ইসমাঈল ওই ওয়ার্ডের মো. কবির হোসেনের ছেলে।

পরিবার জানায়, দুপুরের দিকে শফিউল ও ইসমাঈল বাড়ির পাশে থাকা খালের পাড়ে খেলাধুলা করছিল। এসময় অসাবধানতাবশত তাঁরা দু’জন খালের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা তাদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED