ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ভোলা প্রতিনিধি ।।
ভোলার বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে টবগী ইউনিয়নের নায়েব বাড়ির দরজায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বোরহানউদ্দিন উপজেলায় ইটবোঝাই ট্রলি চাপায় মো. রায়হান (২৬) নিহত হন। নিহত রায়হান উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গোলাম মাওলা পাটওয়ারীর ছেলে। তিনি ভোলার লালমোহন উপজেলায় একটি বেসকারি কম্পানিতে চাকরি করতেন।
অপরদিকে, দুপুর সোয়া ১টার দিকে চরফ্যাশন উপজেলার বি. আর. ডি. বি. মোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপের সঙ্গে ধাক্কা লেগে মো. আব্দুর রহমান নামের এক যুবক নিহত হন। তিনি পটুয়াখালী জেলার বাসিন্দা ও স্কয়ার কম্পানির চরফ্যাশন উপজেলার এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে রায়হান নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এ সময় তিনি স্থানীয় নায়েব বাড়ির দড়জায় বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলির পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত মোটরসাইকেল নিয়ে সড়কে পড়ে যান। এ অবস্থায় ট্রলির চাকার নিচে তার মাথা চাপা পড়ে। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোরাহানউদ্দিন থানার ওসি (তদন্ত) নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়টি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
Post Comment