Loading Now

ভোলায় প্রাণিসম্পদ অফিসের সেবাপ্রদানকারীর ওপর হামলা

ভোলাপ্রতিনিধি ।।

ঘাস কাটার মেশিন না দেওয়ায় ভোলার দৌলতখান উপজেলা প্রাণি সম্পদ অফিসের সেবা প্রদানকারী পারভেজ এর ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তার ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সামিয়া বেগম (২৫) ও তার ষাটোর্ধ বৃদ্ধা মা চান মেহের বেগম এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়।
আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। অভিযুক্ত ব্যক্তির নাম হারুন। তিনি উপজেলার চরখলিফা ইউনিয়নের মৃত সুলতানা আহমদের ছেলে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২২মে) সন্ধ্যা সাড়ে সাতটায় ওই ইউনিয়নের আহত মোঃ পারভেজ এর পিত্রালয়ে।

আজ শনিবার দৌলতখান প্রাণিসম্পদ অফিসের সেবাপ্রদানকারী মোঃ পারভেজ জানান, দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দৌলতখান প্রাণিসম্পদ অফিসে সততার সাথে কাজ করে আসছি। গত এক মাস যাবৎ এলাকার হারুন আমার কাছে ঘাস কাটার মেশিন চায়। এতে আমি তাকে জানাই মেশিন দেয়ার একটা সরকারি প্রক্রিয়া আছে। প্রক্রিয়া বাইরে তাকে মেশিন দিতে পারবো না।
এ কারণে হারুন তার ওপর ক্ষিপ্ত হন। পারভেজ দাবি করেন, হারুন মেশিন না দিলে ৪ লাখ টাকা চাঁদা চায় । চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে গিয়ে হারুন সহ একদল যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়।

এসময় তার অন্তঃসত্ত্বা স্ত্রী সামিয়া বেগম ও তার ষাটোর্ধ বৃদ্ধা মা চান মেহের বেগম এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালায় হারুন সহ একদল যুবক । তাদের হামলায় পারভেজ এর মায়ের হাত ভেঙে যায়। পারভেজের বৃদ্ধা মা জানান, ছেলের ডাক চিৎকার শুনে তিনি এগিয়ে আসলে হারুন সহ একদল যুবক পিটিয়ে তার হাত ভেঙে দেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে হারুন জানান, পারভেজের সাথে তাদের জমিজমা নিয়ে বিরোধ চললে। জানা গেছে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর ইনভেস্টমেন্ট সাপোর্টের আওতায় উপজেলার ৯টি ইউনয়নে মোট ১০ টি দল রয়েছে। প্রান্তিক পর্যায়ে দুধ ও মাংসের উৎপাদন বাড়াতে এই প্রকল্প। এর মধ্যে দুগ্ধ উৎপাদনকারী ৬ টি ও গরু মোটাতাজাকরণ দলের মাঝে ১ টি ঘাস কাটা মেশিন বিতরণ করেন। প্রতিটি দলে ৪০ জন করে সদস্য রয়েছে।

চরখলিফা ডেইরি পিজির সভাপতি মোঃ সালাউদ্দিন জানান, এসব মেশিন রক্ষণাবেক্ষণের জন্য দলের মতামতের মাধ্যমে দৌলতখান প্রাণিসম্পদ সেবাপ্রদানকারী পারভেজের হেফাজতে থাকবে বলে সিদ্ধান্ত করা হয়। হেফাজতকারীর কাছ থেকে প্রত্যেক সদস্য ভাড়ায় রেজিস্টার স্বাক্ষর এ মেশিন নিতে পারবেন। মেশিন ভাড়ার টাকা তিনি পিজি সদস্যদের যৌথ একাউন্টে জমা দিবেন। তবে হামলা ঘটনাটি দুঃখজনক বলে তিনি জানান।
দৌলতখান উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডা. ভূবন চন্দ্র হালদার জানান, এখন মেশিনের জন্য হামলা হয়েছে কিনা এটা আমি সঠিক বলতে পারবো না। তাদের অন্য কোন সমস্যা আছে কিনা। মেশিনের সমস্যা হচ্ছে যখন দেখছি তখন এটা আমরা অফিসে নিয়ে আসছি।
এরপর পিজি সদস্যরা যে গ্রুপটাকে উদ্দেশ্য করে এ মেশিনটা দেওয়া হবে। তারা সিদ্ধান্ত নিলে তাদের আমরা মেশিনটা দিয়ে দিবো। তবে হামলা হয়েছে,এটা আমি শুনেছি। কি কারণে পারভেজ সহ তার পরিবারের ওপর হামলা হয়েছে সেটা আমার জানা নেই। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, এঘটনায় পারভেজ বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে আছে।

Post Comment

YOU MAY HAVE MISSED