ভোলায় যুবদল-শ্রমিক দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫
ভোলা প্রতিনিধি :
ভোলার তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অত্যন্ত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে তজুমদ্দিন হাসপাতালে ও একজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুই গ্রুপই একে অপরের উপর হামলার দায় চাপাচ্ছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার শশীগঞ্জ দক্ষিণ বাজারের হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. নোমান (২৫), আব্দুল গফুর (৩৫), মিরাজ (২৫), আল-আমীন (২৫), রুবেল (৩৫)। আহদের মধ্যে আল-আমীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয়রা বলেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন এবং যুবদল নেতা গিয়াসউদ্দিন হাওলাদার ও মিজানের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার সূত্র ধরে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শ্রমিক দলনেতা ইকবাল হোসেন লিটনের দাবি, আওয়ামী লীগ সংশ্লিষ্ট ক্যাডারদের দ্বারা অতীতে তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের মালামালের হিসাব বুঝে নিতে গেলে যুবদলের একাংশ বাধা সৃষ্টি করে। এ থেকেই সংঘর্ষের শুরু হয়।
অন্যদিকে যুবদল নেতা গিয়াসউদ্দিন হাওলাদার পাল্টা অভিযোগ করে বলেন, লিটন বাজারে ব্যবসায়ীদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করলে স্থানীয়রা বাধা দেয়। এর জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাদের পক্ষেরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
তজুমদ্দিন থানার ওসি আব্দুস সালাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”



Post Comment