Loading Now

ভোলায় লঞ্চ ঘাটের পল্টুন ছিরে বিছিন্ন হয়ে জেলে নৌকা বিধ্বস্ত

ভোলা প্রতিনিধি ।।

ভোলার ইলিশা তালতলি লঞ্চ ঘাটের পল্টুনের এফ এস তার ছিরে বিছিন্ন হয়ে বিআইডব্লিউটিএ’র টার্মিনাল নদীর ভিতরে চলে গেছে। এতে করে ঢাকা-ভোলা রুটের কয়েক হাজার যাত্রী দুর্ভোগের মুখে পড়েছে। আজ বৃহস্পতিবার সকালে অতিরিক্ত লঞ্চের চাপ ও মেঘনা নদীর তীব্র স্রোতের চাপে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ইলিশা তালতলি লঞ্চ ঘাটে ধারন ক্ষমতার অতিরিক্ত একই সাথে ৪ টি লঞ্চ ঘাট করে যাত্রীদের উঠানোর চেষ্টা করে। এতে করে অতিরিক্ত চাপের কারণে পল্টুনের এফ এস তার ছিরে যায়। এক পর্যায়ে মেঘনা নদীর তীব্র স্রোতের তোড়ে বিআইডব্লিউটিএ’র লঞ্চ টার্মিনাল বিচ্ছিন্ন হয়ে নদীর ভিতরে চলে যায়। এসময় নদীর তীরে বাঁধা অবস্থায় একটি নৌকা টার্মিনালের চাপে বিধ্বস্ত হয়। বর্তমানে লঞ্চের টার্মিনালটি ঘাট থেকে সরে গিয়ে মেঘনা নদীর ভিতরে অন্য এফ এস তারের সাথে আটকা রয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে টার্মিনালটি নদীর ভিতরে চলে যাওয়ার আশংকা রয়েছে।

স্থানীয় ও যাত্রীরা জানান, দুর্বল অবকাঠামো আর অব্যবস্থাপনার কারণে ভোলা-ঢাকা নৌরুটের ইলিশা লঞ্চ ও ফেরি ঘাটে যাত্রীদের ভোগান্তি এখন নিত্যসঙ্গী। তাই দুর্ভোগ লাঘবে টেকসই উপযোগী টার্মিনাল নির্মাণের দাবী জানান যাত্রীরা। দ্রুত এ ঘাট টি দ্রুত সংস্কার না করা হলে চরম দুর্ভোগ পোহাতে হবে।

এব্যাপারে বিআইডব্লিউটিএ’র ভোলা নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের উপ-পরিচালক মোঃ মামুনুর রহমান জানান, তারা ইতোমধ্যে এ লঞ্চ টার্মিনাল টি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পল্টুন উদ্ধার করে স্থাপনের জন্য বিআইডব্লিউটিএর একটি জাহাজ নিহারিকা আসার জন্য ইতোমধ্যে বলা হয়েছে। আশা করা হচ্ছে দ্রুত সময়ের জন্য ইলিশা লঞ্চ ঘাট মেরামত করে পুনরায় স্থাপন করা হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED