ভোলায় সুন্দরবন গ্যাস কোম্পানীর অফিস ঘেরাও, বিক্ষোভ
ভোলা প্রতিনিধি ।।
ভোলায় গ্যসভিত্তিক শিল্পকারখানা স্থাপন, ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়া, এলপিজি গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং কোম্পানীর সাথে চুক্তি বাতিল, মেডিকেল কলেজ স্থাপন ও ভোলা- বরিশাল সেতু নির্মাণের পাঁচদফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) জুলাই আন্দোলনে শহীদের পরিবার ও আহত যোদ্ধা, ভোলা জেলা এ কর্মসূচি আয়োজন করে।
মঙ্গলবার সকালে ছাত্র-জনতা ভোলা খেয়াঘাট রোডের সুন্দরবন গ্যাস কোম্পানীর অফিসের সামনে অবস্থান নেন। এসময় দাবির পক্ষে মানববন্ধন শেষে ভোলা খেয়াঘাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায়। গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করলে ভোলা খেয়াঘাট সড়কে যান চলাচল বন্ধ হযে যায়। পরে দাবির বিষয়ে জ্বালানি উপদেস্টার সঙ্গে আগামী ২৮ এপ্রিল বৈঠকের আশ্বাসে কর্মসূচি সাময়িক বন্ধ রাখেন আন্দোলনকারীরা।
বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা রাহিম ইসলাম, মেহিদী হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
Post Comment