Loading Now

ভোলায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

ভোলা প্রতিনিধি ।।

দ্বীপজেলায় ভোলায় বিগত পতিত সরকারের স্বৈরাচারের দোসরের নামে নামকরণ করা ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে।

রোববার শিক্ষার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করা হয়।

পরিবর্তিত নামকরণের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ভোলা সদরে ১টি, তজুমদ্দিন উপজেলায় ১টি, লালমোহন উপজেলায় ২টি, চরফ্যাশন উপজেলায় ৫টি ও মনপুরা উপজেলায় ১টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে।

ভোলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে বাংলা বাজার ডিগ্রি কলেজ নামে নামকরণ করা হয়। এছাড়া চরফ্যাশনের ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবর্তিত নাম যথাক্রমে— দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নামকরণ করা হয়—দক্ষিণ আইচা কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের পরিবর্তিত নাম—চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ, নীলিমা জ্যাকব মহিলা কলেজের পরিবর্তিত নাম—দুলারহাট মডেল কলেজ, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের পরিবর্তিত নাম—ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজের পরিবর্তিত নাম—ভোলা টিচার্স ট্রেনিং কলেজ।

লালমোহন উপজেলার পরিবর্তন করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো— নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়, যার নতুন নাম হলো—বদরপুর মহাবিদ্যালয়, হাজী মো. নুরুল ইসলাম চৌধুরী ডিগ্রি কলেজের নাম—লালমোহন ডিগ্রি কলেজ।

তজুমদ্দিন ও মনপুরা উপজেলার ২টি প্রতিষ্ঠানের নামও পরিবর্তন করা হয়েছে— তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের নতুন নাম—তজুমদ্দিন মহিলা কলেজ, সাকুচিয়া আবুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের নতুন নাম—সাকুচিয়া মহাবিদ্যালয়।

পরিবর্তিত শিক্ষাপ্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানকালীন সময়ে একটি পরিবারকেন্দ্রিক হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

তারা বলেন, একটি প্রতিষ্ঠানের নাম প্রথিতযশা শিক্ষাবিদ অথবা কবি সাহিত্যিকের নামে নামকরণ করা হয়নি।

Post Comment

YOU MAY HAVE MISSED