Loading Now

ভোলায় ৫ চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের তিন সদস্য আটক

ভোলা প্রতিনিধি ।।

ভোলা সদর উপজেলার ব্যাংকেরহাট ও পরানগঞ্জ বাজার-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছে থেকে আরওয়ান-৫ সহ বিভিন্ন মডেলের পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের বাসিন্দা ভবেশ চন্দ্র সোমের ছেলে শুভ দিগন্ত (২৩), ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে মো. ওয়াসিম (২১) ও ভোলা সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে মো. শাকিল (৩০)।

বুধবার (২১ মে) দুপুরে ভোলা সদর মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার।

তিনি বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তারা আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য। সবাই চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গেই জড়িত। তাদের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED