ভোলার মেঘনায় বলগেটের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ
ভোলা প্রতিনিধি ।।
ভোলা সদর উপজেলায় মেঘনা নদীতে বালুবাহী বলগেটের ধাক্কায় মাছ ধরা ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন। ঘটনার পরদিন বুধবার বিকাল ৫টা পর্যন্ত ওই জেলের খোঁজ পাওয়া যায়নি।
মঙ্গলবার সন্ধ্যায় নদীর ভোলার খাল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে নিখোঁজ জেলের পরিবারে চলছে শোকের মাতম।
নিখোঁজ মো. দুলাল মাঝি (৪০) উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. নুর ইসলামের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে দুলাল নৌকা নিয়ে নদী থেকে মাছ ধরে ঘাটে ফিরছিলেন। এ সময় একটি বালুবাহী বলগেট ধাক্কা দিলে তার নৌকাটি ডুবে যায়। এতে দুলাল নদীতে তলিয়ে যান। পরে অন্য জেলেরা নৌকাটিকে টেনে ঘাটে তুলতে পারলেও দুলালকে আর খুঁজে পায়নি।
ইলিশা নৌ-থানার ওসি মো. শাহীন উদ্দিন বলেন, খবর পেয়ে নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের লোকজন রাত ১টা পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। তবে সন্ধ্যার পর ঘটনাটি হওয়ায় বলগেটটি শনাক্ত করা যায়নি।
ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. লিটন আহমেদ বলেন, বিকাল ৫টা পর্যন্ত নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি।
Post Comment