ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, টাকা দাবির অভিযোগ
পটুয়াখালী প্রতিনিধি ।।
পটুয়াখালীতে একটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে গেলে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মালিক পক্ষের দাবি, কোনো নোটিশ না দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে জেলার দুমকি উপজেলার ‘ফোমাস ব্রিকস’ নামে ইটভাটায় এই ঘটনা ঘটে। ইটভাটার মালিক পক্ষের দাবি, কোনো নোটিশ না দিয়ে প্রশাসন ভাঙতে শুরু করে। বাধা দিলে তাদের লোকজন চাঁদা দাবি করে।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল আখতার নিলয় জানান, ইটভাটাটি আবাসিক ও আবাদি জমির পাশে অবস্থিত। এর বৈধ কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নাই।
অবৈধ ওই ইটভাটা উচ্ছেদ করতে গেলে তার ওপর মালিক পক্ষ চড়াও হয়। এসময় সঙ্গে থাকা লোকজনের ওপর হামলার ঘটনা ঘটে। তিনি জানান, অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে। হামলার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেবেন।
ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, টাকা দাবির অভিযোগ
পটুয়াখালী প্রতিনিধি ।।
পটুয়াখালীতে একটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে গেলে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মালিক পক্ষের দাবি, কোনো নোটিশ না দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে জেলার দুমকি উপজেলার ‘ফোমাস ব্রিকস’ নামে ইটভাটায় এই ঘটনা ঘটে। ইটভাটার মালিক পক্ষের দাবি, কোনো নোটিশ না দিয়ে প্রশাসন ভাঙতে শুরু করে। বাধা দিলে তাদের লোকজন চাঁদা দাবি করে।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল আখতার নিলয় জানান, ইটভাটাটি আবাসিক ও আবাদি জমির পাশে অবস্থিত। এর বৈধ কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নাই।
অবৈধ ওই ইটভাটা উচ্ছেদ করতে গেলে তার ওপর মালিক পক্ষ চড়াও হয়। এসময় সঙ্গে থাকা লোকজনের ওপর হামলার ঘটনা ঘটে। তিনি জানান, অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে। হামলার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেবেন।
টাকা চাওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মোবাইল কোর্টের জরিমানার টাকার কথা বলা হচ্ছে। ওনারা যখন বাধা দিচ্ছিল তখন বলা হয়েছিল এখানে উপস্থিত থাকলে কাজে বাধা দেওয়ার কারণে মোবাইল কোর্টে জরিমানা করা হবে।
Post Comment