Loading Now

মঙ্গলবার যোগদান করবেন বিভাগীয় কমিশনার রায়হান কাওছার

 

নিজস্ব প্রতিবেদক ।।

সোমবার বরিশালে আসছেন নবনিযুক্ত বরিশাল বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রায়হান কাওছার। তবে দায়িত্ব গ্রহণ করবেন আগামী মঙ্গলবার। রোববার বিকেলে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি। তিনি বলেন, সোমবারই আমি বরিশালে আসছি। তবে দায়িত্ব গ্রহণ করবো মঙ্গলবার। দায়িত্ব গ্রহণের পরপরই প্রশাসন-সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষের সাথে আলোচনা করবেন তিনি।

প্রসঙ্গত গত ৩০ অক্টোবর ঢাকা হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রায়হান কাওছারকে বরিশালের বিভাগীয় কমিশনার এবং সাবেক বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলীকে পাটকল করপোরেশনের চেয়ারম্যান হিসাবে বদলী করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Post Comment

YOU MAY HAVE MISSED