মনোনয়ন না পাওয়া নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা
অনলাইন ডেক্স ।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। তবে সেই ঘোষণায় শোনা যায়নি দলটির আলোচিত-সমালোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার নাম। এ নিয়ে অবশেষে মুখ খুললেন তিনি।
রুমিন ফারহানা বলেছেন, বিএনপির প্রাথমিক তালিকায় নাম না থাকলেও তার মনোনয়ন এখনো ‘অন হোল্ড’ অবস্থায় রয়েছে।
গত সোমবার (৩ নভেম্বর) রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে হাজির হয়ে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে দলীয় মনোনয়ন প্রসঙ্গে এ কথা বলেন তিনি।
সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘বিএনপির সহযোগী কিছু দলের সঙ্গে জোটগত সমঝোতার কারণে ৬৩টি আসনের এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে।’
তিনি জানান, দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন সমন্বয়ের আলোচনা চলছে। দলের লক্ষ্য হচ্ছে প্রতিটি আসনে সবচেয়ে ‘উইনেবল’ প্রার্থী নির্বাচন করা। তাই চূড়ান্ত সিদ্ধান্ত কিছুটা সময়সাপেক্ষ।
দলীয় মনোনয়ন না পেয়ে কিছু নেতাকর্মীর ক্ষোভ প্রকাশ ও বিক্ষোভ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘বড় দলে প্রার্থীর সংখ্যা বেশি থাকায় প্রতিযোগিতা স্বাভাবিক। মন খারাপ হওয়া স্বাভাবিক, তবে এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। নেতাকর্মীদের আবেগকে শ্রদ্ধা করা উচিত।’
তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন এবং মনোনয়ন বণ্টন প্রক্রিয়া সম্পর্কে সবাইকে অবহিত করেছেন।’
মনোনয়ন তালিকাটি প্রাথমিক বলে উল্লেখ করে বিএনপি নেত্রী বলেন, ‘সময়ের সঙ্গে তালিকায় পরিবর্তন আসতে পারে। কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্তও হতে পারেন।’
কিছু আসনের মনোনয়ন নির্বাচন কমিশনের আইনি জটিলতায় স্থগিত রয়েছে বলেও জানান রুমিন ফারহানা। এক্ষেত্রে তিনি বাগেরহাট-২ আসনকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
নারী প্রার্থীদের অংশগ্রহণ প্রসঙ্গে এই আইনজীবী বলেন, ‘যদি বিএনপি নারী মনোনয়ন ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে চূড়ান্ত তালিকায় আরও নারী যুক্ত হতে পারেন।’
এর আগে গত সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্যদিকে ৬৩ আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটিও রয়েছে, যেখান থেকে রুমিন ফারহানা মনোনয়নপ্রত্যাশী। আসনগুলো সম্পর্কে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে দল থেকে জানানো হয়।



Post Comment