Loading Now

মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর মহিপুরে মহাসড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার (৪ জুলাই) সকাল পৌনে সাতটার দিকে মৎস্যবন্দর মহিপুরের গ্রামীণ ব্যাংক সংলগ্ন কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পাশে পড়েছিল মরদেহটি।

স্থানীয় বাসিন্দা রুস্তম আলী বলেন, সকালে পায়চারি করার সময় রাস্তার পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখি। পরে কাছে গিয়ে ডাক দিলে কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেই। মহিপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ।

এ বিষয়ে মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

Post Comment

YOU MAY HAVE MISSED