Loading Now

মহাসমাবেশে যোগ দিতে ৭ লঞ্চ ও ৬৫ বাসে যাবেন জামায়াত নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক ।।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর শনিবারের (১৯ জুলাই) জাতীয় মহাসমাবেশে যোগ দিতে বরিশালের নেতাকর্মীদের জন্য ৭টি লঞ্চ ও ৬৫টি বাস ভাড়া করা হয়েছে।

বরিশাল জেলা ও মহানগর জামায়াতের নেতাকর্মীরা এসব লঞ্চ ও বাসে ঢাকায় সমাবেশে যোগ দেবেন। এর মধ্যে জেলা জামায়াতের উদ্যোগে ৪টি লঞ্চ ও ৬৫টি বাস এবং মহানগর জামায়াতের উদ্যোগে ৩টি লঞ্চ ভাড়া করা হয়েছে।

বরিশাল মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, সমাবেশে যোগ দিতে বরিশাল মহানগর জামায়াতে ইসলামী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বরিশাল থেকে ৩টি পূর্ণাঙ্গ লঞ্চ ভাড়া করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের ঢাকায় পৌঁছানোর সুবিধার্থে এসব লঞ্চ সম্পূর্ণভাবে ভাড়া করা হয়েছে। এই লঞ্চে শুধু মহানগরের ৬ হাজার নেতাকর্মী ঢাকা অভিমুখে যাত্রা করবেন।

বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার বলেন, এটি শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং আমাদের আদর্শিক অবস্থান ও জনসম্পৃক্ততা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই আমরা বরিশাল থেকে সম্মিলিতভাবে অংশ নিচ্ছি।

তিনি আরও বলেন, বরিশাল জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বরিশাল থেকে ৪টি পূর্ণাঙ্গ লঞ্চ ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৬৫টি বাস ভাড়া করা হয়েছে। এর মধ্যে বড় একটি লঞ্চ বরিশাল নদী বন্দর থেকে ছেড়ে যাবে। এছাড়া অন্য তিনটি লঞ্চ জেলার হিজলা মুলাদী ও মেহেন্দিগঞ্জ থেকে ছেড়ে যাবে। দলীয় নেতাকর্মীদের ঢাকায় পৌঁছানোর সুবিধার্থে এগুলো ভাড়া করা হয়েছে। এই লঞ্চ ও বাসে জেলা জামায়াতের ১২ হাজার নেতাকর্মী ঢাকা অভিমুখে যাত্রা করবেন।

বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আহমেদ বায়জিদ বলেন, জামায়াতের এই আয়োজনকে কেন্দ্র করে বরিশাল নদীবন্দর এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। ঢাকা রওনা দেয়ার আগে সংক্ষিপ্ত দোয়া ও বক্তব্যের মাধ্যমে যাত্রা শুরু করা হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED