মাঠে অবদান রাখতে মুখিয়ে আছি: সাকিব
স্পোর্টস ডেক্স ।।
৯ দিনের জন্য স্থগিত থাকা পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। দুইবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্জাইজিতে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচ দিয়ে ফের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে নামবেন সাকিব।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সাকিবের দলে যোগদানের ঘোষণা দেয় লাহোর। নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেলের পরিবর্তে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে নেয় তারা।
এর আগে ৪ মে চিরপ্রতিদ্বন্দ্বী করাচি কিংসের বিপক্ষে হোম ম্যাচে হাতে চোট পেয়ে মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে যান মিচেল।
চলতি বছর পিএসএল প্লেয়ার ড্রাফটে অবিক্রিত ছিলেন সাকিব। তবে লাহোর মৌসুমের মাঝামাঝিতে তাকে দলে নেওয়ার পরিকল্পনা করছিল বলে শোনা গিয়েছিল।
অবশেষে পিএসএলে খেলার সুযোগ পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে সাকিব বলেন, ‘চলমান পিএসএল মৌসুমে লাহোর কালান্দার্সে যোগ দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। টুর্নামেন্ট এখন খুবই গুরুত্বপূর্ণ এক পর্যায়ে এসে পৌঁছেছে, যেখানে প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
পারফরম্যান্স করার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে সাকিব বলেন, ‘এটা এমন একটি টুর্নামেন্ট যা আমি সবসময় উপভোগ করে দেখেছি। এবার মাঠে নেমে অবদান রাখতে মুখিয়ে আছি। কালান্দার্সের দুর্দান্ত সমর্থক এবং দৃঢ় দলীয় চেতনা রয়েছে। আমি গর্বিত এই দলের অংশ হতে পেরে। আমরা ভালো সমাপ্তির জন্য লড়ছি।’
পিএসএলে নতুন নন সাকিব। ২০১৬ সালে লিগের প্রথম আসরে করাচি কিংসের হয়ে খেলেছিলেন তিনি। এরপর ২০২৩ সালে গায়ে জড়ান পেশোয়ার জালমির জার্সি। যদিও সে বছর মাত্র এক ম্যাচ খেলেন।
সব মিলিয়ে পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ১৬.৪৫ গড়ে করেছেন ১৮১ রান, যার মধ্যে একটি অর্ধশতকও রয়েছে। বল হাতে ১২ ইনিংসে নেন ৮ উইকেট, সেরা বোলিং ফিগার ২/১৪।
সাকিব সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন ২০২৪ সালের নভেম্বরে। আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের প্রতিনিধিত্ব করেছিলেন বাঁহাতি টাইগার অলরাউন্ডার।
এখনো প্লে-অফের দৌড়ে টিকে আছে সাকিবের দল লাহোর। বর্তমানে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে তারা। পঞ্চম স্থানে থাকা পেশোয়ার জালমির বিপক্ষে নিজেদের শেষ লিগ ম্যাচ জিতলেই প্লে-অফে উঠার সম্ভাবনা টিকে থাকবে তাদের।
লাহোর কালান্দার্স স্কোয়াড:
শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, হারিস রউফ, সিকান্দার রাজা, কুশল পেরেরা, আব্দুল্লাহ শফিক, জাহানদাদ খান, জামান খান, ডেভিড উইসে, আসিফ আলি, আসিফ আফ্রিদি, মোহাম্মদ আখলাক, রিশাদ হোসেন, মোমিন কামার, মোমিন আজব, মোহাম্মদ নাঈম, সালমান আলি মির্জা, সাকিব আল হাসান, টম কারেন।
Post Comment