Loading Now

মাতলামি কান্ডে যুবদলের তিন নেতা বহিষ্কার

 

 

কুয়াকাটা প্রতিনিধি ।।

দলীয় নৈতিক শৃংখলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুয়াকাটা পৌর যুবদলের তিন নেতাকে বহিষ্কার করেছে পটুয়াখালী জেলা যুবদল। সোমবার (৯ ডিসেম্বর) জেলা যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে শাখাটির দপ্তর সম্পাদক এ্যাড. মো.আব্দুল্লাহ আল-নোমানের স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কার হওয়া তিন নেতা হলেন-কুয়াকাটা পৌর যুবদলের সদস্য ইউসুফ ঘরামী, কুয়াকাটা ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল মিয়াজী ও ৭নং ওয়ার্ডের সদস্য মিরাজ হাওলাদার।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী যুবদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের তাদের সাথে কোনরুপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করেন।

জানাগেছে, এর আগে গত শনিবার রাতে কুয়াকাটায় হোটেল হান্ড কড়াই (বার) ভাংচুর করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। তবে এ বিষয়টি মিথ্যা দাবি করে তারা।

বহিস্কৃত নেতা ইউসুফ ঘরামী জানান, কেন বহিষ্কার করা হয়েছে তা আমার জানা নেই। আমরা কোন অপরাধ করিনি। বিষয়টি নিয়ে আমরা সংবাদ সম্মেলন করবো।

কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন জানান, তাদের বহিষ্কারের কারণ হিসেবে বারে হামলা চালানোর বিষয়টি আমিও নিউজের মাধ্যমে শুনেছি। তবে বিএনপির নিয়ম-নীতির বাইরে যারা যাবে তাদের মধ্যে সংগঠন এই সিদ্ধান্ত নিবে। আমরা সংগঠনের নিয়ম নীতিতে সবসময় অটল থাকবো।

Post Comment

YOU MAY HAVE MISSED