মাদক মামলায় একজনের ৫ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালে মাদক মামলায় একজনকে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছ। রোববার ১৬(ফেব্রুয়ারি) বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোশতাক আহমেদ ওই রায় প্রধান করেন। আসামি হলেন মাদারীপুর থানার গোপালগঞ্জ গ্রামের মৃত মীর এনায়েত হোসেনের ছেলে মীর ডালিম। বিচারক আসামিকে ৫ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাস কারাদন্ড প্রদান করেন।
রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় বিচারক গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ শাহ আলম খান। তিনি জানান, ২০১৮ সালের ২২শে জুলাই গৌরনদী থানার কটকস্থল গ্রামের মিরাজ এর কাছ থেকে ৪শ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব-৮। ওই বছরের ৩০ আগস্ট গৌরনদী থানার এসআই মাজাহারুল ইসলাম মামলার চার্জশিট প্রদান করেন। আদালত সাক্ষ্য গ্রহণ শেষে রোববার ওই রায় প্রধান করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন ওই আদালতের স্পেশাল পিপি মহসিন মন্টু।
Post Comment