মাদক মামলায় বরিশালে একজনের কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক ॥
মাদক মামলায় মেহেন্দিগঞ্জের আব্দুর রহমান রাঢ়ী কে ৫ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার বরিশালের বিভাগীয় স্পেশাল জজ মেহেদী আল মাসুদ ওই রায় প্রদান করেন।
রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় বিচারক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করেছেন। ওই আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার জানান, ২০১৬ সালের ১৪ জুলাই নগরের গির্জা মহল্লা সড়কে দাঁড়ানো অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে আসামির কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ।
এরপর ডিবি পুলিশের এসআই তানজিল আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেন। ডিবি পুলিশের এসআই ২০১৬ সালের ৮ ই আগস্ট তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশীট প্রধান করেন। আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল বিকেলে এ রায় প্রদান করেন।
Post Comment