মানবাধিকার সংরক্ষন পরিষদের অরিয়েন্টেশন সভা
নিজস্ব প্রতিবেদক ।।
আভাসের বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)-এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের অধীমনে EngageNow প্রকল্পটি বাস্তবায়নে “প্রকল্পের মানবাধিকার সংরক্ষন পরিষদ এর অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। আভাসের মিলনায়তনে
অরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন প্রোগ্রাম ডিরেক্টর আফরোজা বিলকিস। মানবাধিকার সংরক্ষন পরিষদ সভায় অতিথিরা বলেন, জাতীয় মানবাধিকার কমিশন আইন সংশোধনের মাধ্যমে কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করা হবে। সবার অংশগ্রহণে এই প্রক্রিয়া বাস্তবায়িত হলে এটি মানবাধিকার সুরক্ষায় একটি মাইলফলক হবে। কমিশনকে স্বাধীন, জবাবদিহিমূলক ও মানুষের প্রত্যাশা-উপযোগী প্রতিষ্ঠানে পরিণত করতে হলে অন্তর্ভুক্তিমূলক পরামর্শ প্রক্রিয়া অপরিহার্য। এছাড়াও মানবাধিকার সংরক্ষন পরিষদের সার্বিক বিষয় মুক্ত আলোচনা করা হয়।
অরিয়েন্টেশন সবায় চরবাড়িয়া, কাশিপুর,শায়েস্তাবাদ,টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের ৪৬ জন মানবাধিকার সংরক্ষন পরিষদ এর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।সার্বিক সহযোগিতায় আভাস এর প্রজেক্ট অফিসা কান্তা দে ও প্যারালিগ্যাল নাহার আক্তার।
স্থান : আভাস ট্রেনিং সেন্টার বরিশাল
তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৫
আভাস বরিশাল।
Post Comment