Loading Now

মানবিক মা এএসআই রুমার উদ্যোগে শিশুদের মাঝে বেটশীট বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে বরিশাল নারী ভিকটিম সেন্টারের এ এস আই রুমা পারভিন তত্ত্বাবধায়নে বরিশাল লঞ্চঘাট এরিয়ার পথ শিশুদের মাঝে প্রায় অর্ধশতাধিক বেড শীট ও চকলেট বিতরণ করা হয়।

২৫ সেপ্টেম্বর (বুধবার) দুইটার দিকে উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন বরিশাল কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, স্পন্সারশীপ ও শিশু সুরক্ষা অফিসার কারোলিনা শৈবা, প্রোগ্রাম অফিসার (গ্রাম বাংলা উন্নয়ন কমিটি) মোঃ নাঈমুল ইসলাম নাঈম সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য এএসআই রুমাকে মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে এবং ওদের মানবিক মা ও আপা হিসাবে দাবি করেছে উপস্থিত সকল শিশুরা। জানাগেছে, এএসআই রুমা বিভিন্ন জায়গায় পুলিশের মানবিক সদস্য হিসেবে তাকে দেখা যায়।

Post Comment

YOU MAY HAVE MISSED