Loading Now

মায়ের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান

অনলাইন ডেক্স ।।

সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজ নিতে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। এরপর চিকিৎসকের কাছে মায়ের শারীরিক অবস্থার খোঁজ দেন। আধা ঘণ্টারও বেশি সময় অবস্থানের পর রাত ১২টা ৮ মিনিটে হাসপাতাল থেকে গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি।

দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে তাকে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল ও দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন। এর মধ্যে লিভার ও কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস এবং বিভিন্ন সংক্রমণজনিত সমস্যা রয়েছে।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, সাম্প্রতিক কয়েক দিনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার স্বাস্থ্যে একাধিক জটিলতা ধরা পড়েছে। শ্বাসকষ্ট বৃদ্ধি, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় তাকে বিশেষ চিকিৎসা দিতে হয়।

তবে অবস্থার সন্তোষজনক উন্নতি না হওয়ায় ফুসফুসসহ অন্যান্য অঙ্গকে বিশ্রাম দেওয়ার জন্য তাকে ‘ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে’ নেওয়া হয়েছে।

তথ্য সূত্র : ঢাকা মেইল,,,,

Post Comment

YOU MAY HAVE MISSED