Loading Now

মারা গেছেন স্বর্ণজয়ী শুটার সাদিয়া

নিজস্ব প্রতিবেদক ।।

চলে গেলেন বাংলাদেশের শুটিংয়ের সাবেক তারকা সৈয়দা সাদিয়া সুলতানা। আজ দুপুর ১টায় মাত্র ৩১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন (বিএসএসএফ)। নিজেদের ফেসবুক পেজে তারা লিখেছে, ‘বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের কমনওয়েলথ শুটিং ও ২০১০ এসএ গেমসের স্বর্ণপদক প্রাপ্ত শুটার সৈয়দা সাদিয়া সুলতানা দুপুর ১টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

সৈয়দা সাদিয়া সুলতানার অকালপ্রয়াণে শোক জানিয়ে বিএসএসএফ আরও লিখেছে, ‘তাঁর মৃত্যুতে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন ও শ্যুটিং পরিবার গভীরভাবে শোকাহত।’

সাদিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন আরেক শুটার শারমিন আক্তার রত্না। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কিছুক্ষণ আগে সাদিয়ার মৃত্যুর খবর শুনলাম। ওর ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। সে আমাকে খবরটি জানিয়েছে। শুনে মনটা খুব খারাপ হয়ে গেল।’

২০১০ সালে এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন সৈয়দা সাদিয়া সুলতানা। পদক জেতেন কমনওয়েলথ শুটিংয়েও। ২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি।

Post Comment

YOU MAY HAVE MISSED