Loading Now

মুলাদীতে আগুনে ভস্মীভূত ২৭ দোকান

মুলাদী প্রতিনিধি ।।

বরিশালের মুলাদীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চরলক্ষীপুর গ্রামের নন্দীর বাজারে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে নন্দীর বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দিবাগত রাতে দোকানপাট বন্ধ করে বাজারের ব্যবসায়ীরা যে যার মতো করে বাড়িতে চলে যায়। রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত ঘটলে প্রথমে স্থানীয়রা ও পরে খবর পেয়ে ব্যবসায়ীরা এসে সাধ্যমতো আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বাজারের মুদি এবং মনোহারীসহ ২৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুম শরীফ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন বলেন, রাত আড়াইটার দিকে বাজারের ব্যবসায়ী শাহীনের মুদী দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

তিনি আরও বলেন, নন্দীর বাজারের অতিপুরনো ব্রিজের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।

মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিন বলেন, বাজারে থাকা দোকানে তেলের ড্রামের কারণে দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পরেছে। আগুনে ক্ষয়ক্ষতির হিসেব নিরুপণে কাজ চলমান রয়েছে। সেইসাথে সরকারিভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্যও উদ্যোগ নেয়া হচ্ছে।

Post Comment

YOU MAY HAVE MISSED