Loading Now

মুলাদীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

মুলাদী প্রতিনিধি ।।

বরিশালের মুলাদীতে পুকুরে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে ফজলে রাব্বী (১৩) মারা যায়। সে মুলাদী সদর ইউনিয়নের পাতারচর গ্রামের হাসেম হাওলাদারের ছেলে।

শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের মধ্য গাছুয়া গ্রামের আকুব্বর ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আকুব্বর ব্যাপারী জানান, তার নাতি ফজলে রাব্বী সাঁতার জানে না। দুই দিন আগে রাব্বী তাদের বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার দুপুরে কলাগাছ নিয়ে সাঁতার কাটতে পুকুরে নামে। একপর্যায়ে হাত থেকে গাছ ফসকে গেলে সে পানিতে ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীরা স্বজনদের এ খবর জানান। তারা পুকুর থেকে ফজলে রাব্বীকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুলাদী থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পানিতে ডুবে কিশোরের মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED