Loading Now

মেঘনা নদীতে জেলেদের মাঝে সংঘাত, নিহত এক

 

হিজলা প্রতিনিধি ।।

বরিশালের হিজলায় মেঘনা নদীতে মাছ শিকারকে কেন্দ্র করে জেলেদের মাঝে সংর্ঘষ হয়। এতে তৎক্ষনিক সোহাগ (১৬) নামে নদীতে পড়ে একজন জেলে নিখোঁজ হয়।

জানাযায়, রবিবার দুপুরে উপজেলার বড়জারিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের ৭ জন জেলে দুইটি নৌকা নিয়ে নদীতে মাছ শিকারে যায়।তারা হিজলা ও মেহেন্দীগঞ্জের সীমান্তবর্তি দাতপুর সংলগ্ন মেঘনা নদীতে জাল দিয়ে মাছ ধরতে গেলে কিছু জেলেরা বাধা দেয়।তখন বাকবিতন্ড হলে দাদপুরের জেলেরা হিজলার জেলেদের এলোপাতাড়ী বাশ পিটিয়ে নদীতে ফেলে দেয়।

৬ জন জেলে সাতার কেটে আসতে পারলেও সোহাগ নদীতে নিখোঁজ থাকে। তখন দাদপুরের জেলেরা নৌকা নিয়ে যায়। সোমবার দুপুর ১ টা দিকে বাউশিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে সোহাগের লাশ ভাসতে দেখে।

তখন হিজলা নৌ পুলিশকে অবহিত করলে নৌ-পলিশ নদীতে ভাসমান লাশটি উদ্ধার করে। হিজলা নৌপুলিশ ফাড়ির ইনচার্জ ওয়াহিদ জানায় আমরা সংবাদ পেয়ে সোহাগের লাশ উদ্ধার করে ফাড়িতে আনা হয়েছে।

নিহত জেলে সোহাগের সাথে অন্য জেলে নজরুল জানায় দাদপুরের নাসির ও সিডা নামে মাছঘাট মালিক এর জেলেরা আমাদের নদীতে হামলা করে। প্রান নিয়ে আমরা আসতে পারলেও সোহাগের মাথায় আঘাত করায় নদীর থেকে উঠতে পারেনি।আমাদের নৌকা দুইটি নিয়ে যায়।

Post Comment

YOU MAY HAVE MISSED