মেঘনা নদী থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার
ভোলা প্রতিনিধি ।।
ভোলার চরফ্যাশনে মেঘনা নদীর তীর থেকে মো. মালেক (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সুলতানের খেয়াঘাট নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, মো. মালেক ভোলার বোরহানউদ্দিন উপজেলার দালালপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মকবুল হাওলাদার।
চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে মেঘনা নদীর তীরে স্থানীয় লোকজন মরদেহটি ভাসতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে জানতে বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ পাইনি। এ কারণে তিনি নিখোঁজ ছিলেন কি না বিস্তারিত জানি না।
Post Comment