Loading Now

মেডিমেট ফার্মাসিউটিক্যালস কারখানায় আন্দোলনে শ্রমিকদের দাবিপূরণ

 

নিজস্ব প্রতিবেদক ॥

বকেয়া বেতন পরিশোধ, বেতনবৃদ্ধিসহ ৮ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে মেডিমেট ফার্মাসিউটিক্যালস কারখানার শ্রমিক-কর্মচারীরা। বুধবার সকাল ৬টা থেকে দিনব্যাপী কারখানার গেট অবরুদ্ধ করে বিক্ষোভ করে তারা। বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের প্রাক্তন সভাপতি বেল্লাল গাজী, মেডিমেট ফার্মাসিউটিক্যালস শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি সোনিয়া বেগম, সাধারণ সম্পাদক মিঠু প্রমুখ। দুপুরে বিক্ষোভের মুখে কারখানার কর্তৃপক্ষ সকল দাবী মেনে নেয়।

শ্রমিক নেতৃবৃন্দ, প্রশাসন ও বাসদ এবং শ্রমিক ফ্রন্ট নেতৃবৃন্দের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্তে উপনিত হয় তারা। বৈঠকে নভেম্বর মাস থেকে শ্রমিকদের বেতন ৮ হাজার টাকা পর্যন্ত ১২০০ টাকা, ৮-১০ হাজার টাকা পর্যন্ত ৮০০ টাকা ও ১০ হাজার টাকার উর্ধ্বের বেতনে ৫০০ টাকা বেতনবৃদ্ধি করা হয় ও এপ্রিল মাসের বকেয়া বেতন ডিসেম্বর ২০২৪ এর মধ্যে পরিশোধ করার সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়াও শ্রমিকদের বেসিকের দ্বিগুণ হারে ওভারটাইম পরিশোধ, ৩ মাসের মধ্যে নিয়োগপত্র -পরিচয়পত্র প্রদান করাসহ ৮ দফা দাবি মেনে নেয়া হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED