Loading Now

মেয়র ঘোষণা নিয়ে ফয়জুল করীমের পক্ষে আপিল

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমের করা মামলাটি খারিজ হওয়ার পর তার বিরুদ্ধে আপিল করা হয়েছে। সোমবার বরিশাল সিটি নির্বাচনের আপিল ট্রাইব্যুনালে এ আপিল দায়ের করা হয়।

আপিল ট্রাইব্যুনালের বিচারক ও বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুসরাত জাহান আপিলটি গ্রহণ করে শুনানির জন্য অপেক্ষমাণ রেখেছেন।

আইনজীবী শেখ আব্দুল্লাহ নাসির বলেন, ২০২৩ সালের ১২ জুনের নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করেন মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের তাণ্ডব এবং ‘ফ্যাসিস্ট হাসিনার অনুসারী’ প্রধান নির্বাচন কমিশনারের কারণে জনগণ ভোট দিতে পারেনি। ফলে মুফতি ফয়জুল করিমকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর ‘ফ্যাসিস্টের পতন’ হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। তাই ন্যায়বিচার পাওয়ার আশায় ১৭ এপ্রিল নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করা হয়। কিন্তু বিচারক মামলা করতে দেরি হওয়ায় তামাদী আইনে তা খারিজ করেন।

তাদের দাবি, তামাদী মওকুফ চেয়ে বিচার চাওয়া হয়েছিল, কিন্তু তা না পেয়ে আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। তিনি বলেন, ‘এখানে আমরা ন্যায়বিচার পাবো, ইনশা আল্লাহ।’,,,,

Post Comment

YOU MAY HAVE MISSED