Loading Now

মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীতে মেয়েকে (৯) ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আমির হোসেন হাওলাদারকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতে তোলা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে পৌর শহরের লঞ্চঘাট এলাকা থেকে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে শিশুটির মা আমির হোসেনের বিরুদ্ধে আজ শনিবার সকালে একটি মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, আমির হোসেন লঞ্চঘাট এলাকার একটি মাদ্রাসায় চাকরি করেন। তিনি চারটি বিয়ে করেছেন। ভুক্তভোগী শিশু তার মায়ের সঙ্গে কাশিপুর নানার বাড়িতে থাকত। গত ১৫ আগস্ট আমির তাঁর মেয়েকে কালিকাপুর একটি মহিলা মাদ্রাসায় ভর্তি করেন। গত ১৭ আগস্ট হঠাৎ মেয়ের জ্বর-ঠান্ডা-কাশি হলে তিনি মাদ্রাসা থেকে তাঁর কর্মরত মাদ্রাসায় মেয়েকে নিয়ে আসে। সেখানে তিনদিন একসঙ্গে থেকে আমির তাঁর মেয়েকে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখায় এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়।

মামলায় আরও বলা হয়, আমির হোসেন ২০১৪ সালে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই নাজমা নামের একজনকে বিয়ে করে তিন মাস সংসার করেন। ২০১৫ সালে সুখী নামের একজনকে তৃতীয় বিবাহ করেন এবং আইমান নামের এক সন্তান রয়েছে। ২০২২ সালে সেই স্ত্রীকে তালাক দেন। ২০২১ সালে সাবিনা নামে একজনকে চতুর্থ বিয়ে করেন। ২০১৬ সালে সুমাইয়া নামের এক মাদরাসা প্রিন্সিপালের মেয়েকে ভাগিয়ে নিয়ে যান। কিন্তু মামলা হওয়ায় ওই মেয়েকে ফেরত দেন।

আমির হোসেনের প্রথম স্ত্রী জেসমিন আক্তার বলেন, আমার কন্যাকে দিতে না চাইলেও জোর করে তার কাছে নিয়ে যায়।

পরে গত ২১ আগস্ট বৃহস্পতিবার ভুক্তভোগী মেয়েকে ওই মাদ্রাসায় ফেরত দিয়ে গেলে সে তার মাকে সব খুলে বলে।

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED