মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালের এক কিশোরী মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় সৎ বাবা আকতার হোসেন সরদারকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ মে) সকালে মাদারিপুর জেলার মহেশপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
এর আগে, নগরীর বাসিন্দা ভুক্তভোগী ওই কিশোরী বাদী হয়ে গত ৫ মে থানায় মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের আগের দিনগুলোতে সৎ বাবা তাকে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়েছে।
গ্রেফতার আকতার হোসেন সর্দার মাদারিপুর জেলার মহেশপুর গ্রামের সলফু সরদারের ছেলে।
ওসি মিজান বলেন, বরিশাল নগরীর বাংলা বাজার এলাকায় মায়ের সঙ্গে বসবাস করতেন ভুক্তভোগী কিশোরী। মায়ের দ্বিতীয় স্বামী আকতার ওই বাসায় যেদিন যেতেন সেদিনই ওই কিশোরীকে ধর্ষণ করতেন বলে মামলায় বলা হয়েছে। বর্তমানে ভুক্তভোগী কিশোরী ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Post Comment