Loading Now

মেয়েদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: আয়ারল্যান্ডের নিচে নেমে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেক্স ।।

কিছুদিন আগেই বাছাইপর্ব উতরে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের মেয়েরা পর করছে দুরবস্থা। নিজেদের সবশেষ ৯ টি-টোয়েন্টি জিততে পারেনি তারা। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে মেয়েদের আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে।

আইসিসির র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ পেল নিগার সুলতানা জ্যোতির দল। কুড়ি ওভারের ক্রিকেটে আয়ারল্যান্ডের নিচে নেমে গেছে তারা। আইসিসির প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দেখা যায় বাংলাদেশ এক ধাপ নিচে এখন ১০ নম্বরে অবস্থান করছে। ৯ নম্বরে উঠে গেছে আয়ারল্যান্ড। এত দিন বাংলাদেশ ছিল ৯ নম্বরে। আইরিশরা সবশেষ বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে জিতেছিল। তারই একটা ইতিবাচক ফল পেল তারা।

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের অবস্থান আগের মতোই আছে। শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। দুইয়ে ইংল্যান্ড ও তিনে ভারত। চারে নিউজিল্যান্ড। তারপর একে একে আছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান। এশিয়ান দল থাইল্যান্ড দুই ধাপ এগিয়ে নম্বরে উঠে এসেছে। বাংলাদেশের পরেই তাদের অবস্থান। ভারত ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে শ্রীলঙ্কায় চলতে থাকা ত্রিদেশীয় সিরিজ শেষে ওয়ানডের বার্ষিক র‍্যাঙ্কিং হালনাগাদ করবে আইসিসি।

Post Comment

YOU MAY HAVE MISSED