Loading Now

মেয়ের জন্মদিনে এক হলেন অভিষেক-ঐশ্বরিয়া

 

বিনোদন ডেক্স ।।

বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে। অনেকদিন ধরেই তাদের আলাদা হয়ে যাওয়ার খবরে ভারতীয় গণমাধ্যম সয়লাব। তবে সে গুঞ্জনের মধ্যেই হঠাৎ একসঙ্গে দেখা গেল তাদের।

সম্প্রতি মেয়ে আরাধ্যর ১৩তম জন্মদিনের পার্টিতে অভিষেক এবং ঐশ্বরিয়াকে একসঙ্গে দেখা যায়। সে পার্টির বেশকিছু ভিডিও এখন সামাজিক মাধ্যমে রীতিমত ভাইরাল!

জানা যায়, গত ১৬ নভেম্বর ছিল আরাধ্যর জন্মদিন। সে উপলক্ষ্যে এক জমকালো পার্টির আয়োজন করা হয়। সেখানে ঝলমলে পোশাকে দেখা যায় আরাধ্যকে।

আর মেয়ের জন্মদিনে নিজেদের সব বিভেদ ভুলে একাট্টা হন অভিষেক-ঐশ্বরিয়া।

আরাধ্য’র জন্মদিনের পার্টি আয়োজনের পেছনে ছিল প্লেটাইম ইন্ডিয়া নামের একটি প্রতিষ্ঠান। তাদের অফিসিয়াল ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা মেলে অভিষেক এবং ঐশ্বরিয়ার।

ভিডিও বার্তায় তারা দুজনেই প্লেটাইম ইন্ডিয়াকে সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

Post Comment

YOU MAY HAVE MISSED