Loading Now

মেসিকে ছাড়িয়ে আয়ে শীর্ষে রোনালদো

স্পোর্টস ডেক্স ।।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়িয়ে আয়ে শীর্ষে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালাদো।

ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট ১৩০ মিলিয়ন ডলার আয় করেছেন লিওনেল মেসি। যা বাংলাদেশি মূল্যে প্রায় ১ হাজার ৫৮৮ কোটি ৭১ লাখ ১০০ টাকা। মেসির এই আয় এসেছে দুটি উৎস থেকে।

একটি তার পারিশ্রমিক, অন্যটি বিজ্ঞাপন ও বাণিজ্যিক চুক্তি। ইন্টার মায়ামিতে খেলার পাশাপাশি বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করে বিপুল অঙ্কের অর্থ আয় করেছেন তিনি। বয়সটা ৩৭ পার হলেও মেসির ব্র্যান্ড ভেল্যু এখনও তুঙ্গে।

অন্যদিকে চলতি বছরে বাৎসরিক আয়ে শীর্ষে আছেন আল নাসরের পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এ বছরে তার আয় ২৮০ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি অর্থে প্রায় ৩ হাজার ৪২১ কোটি ৬০ লাখ টাকা।

২০২৫ সালের আয়ের তালিকায় রোনালদো-মেসির পেছনে আছেন করিম বেনজেমা (১০৪ মিলিয়ন ডলার), কিলিয়ান এমবাপ্পে (৯৫ মিলিয়ন ডলার), আর্লিং হালান্ড (৮০ মিলিয়ন ডলার), ভিনিসিয়ুস জুনিয়র (৬০ মিলিয়ন ডলার) ও মোহাম্মেদ সালাহ (৫৫ মিলিয়ন ডলার)। এ ছাড়া এই তালিকায় আছেন জুড বেলিংহাম ও লামিন ইয়ামালও।

এদিকে ২০২৫ সালে বিশ্ব ক্রীড়াঙ্গনে রোনালদোর পর সবচেয়ে বেশি আয়ের তালিকায় আছেন এনবিএ তারকা লেব্রন জেমস। তার আয়ের পরিমাণ ১৩২.৬ মিলিয়ন ডলার।

 

Post Comment

YOU MAY HAVE MISSED