Loading Now

মেহেন্দিগঞ্জে ইউপি চেয়ারম্যান সহ গ্রেফতার-২

 

মেহেন্দিগঞ্জ প্রতিনিধ ।।

মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল হালিম চৌধুরী (৫৫) ও গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা (৫৭) কে মঙ্গলবার সন্ধ্যায় উলানিয়ার আশা গ্রাম থেকে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ তাদেরকে আটক করেন।

 

বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, গত ২৭ আগস্ট গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান মাঝি এবং একই এলাকার মাইন উদ্দিন ছৈয়াল বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন। মামলা নং যথাক্রমে (৬ এবং ৫) আটককৃতদের সেই মামলায় পৃথকভাবে গ্রেফতার করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED