Loading Now

মেহেন্দিগঞ্জে ভাঙ্গন রক্ষা প্রকল্পের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক ।।

মেহেন্দিগঞ্জে নদী ভাঙ্গন রক্ষা প্রকল্পের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো: দেলোয়ার হোসেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিয়াজুর রহমান। সদর ইউনিয়নের সাদেকপুর সংলগ্ন ২৭০.০০ মিটার এলাকা তেতুলিয়া নদীর ভাঙ্গন হতে রক্ষাকল্পে বাজেটের আওতায় প্রাক প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, পানি উন্নয়ন বোর্ড বরিশাল এর কর্মকর্তা বৃন্দ, অফিসার ইনচার্জ মেহেন্দিগঞ্জ ও সাদেকপুর এলাকাবাসি। পরে মেহেন্দিগঞ্জ উপজেলা পরিদর্শন হলরুমে বরিশাল ডিপিওডি এর আয়োজনে সিবিএম অস্ট্রেলিয়ার সহযোগিতায় দুর্যোগ সহনশীল প্রতিবন্ধী বান্ধব মডেল বাড়ি হস্তান্তর করেন জেলা প্রশাসক বরিশাল। এছাড়া তিনি ৪ জন প্রতিবন্ধীদের মাঝে প্রতিবন্ধী বান্ধব মডেল বাড়ি হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেন্দিগঞ্জ উপজেলা মোঃ রিয়াজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেন্দিগঞ্জ উপজেলা, উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীজন ও জুলাই-আগস্ট এর ছাত্র প্রতিনিধিসহ উপজেলার সর্বস্তরের প্রতিনিধি। অতিথিরা মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

 

Post Comment

YOU MAY HAVE MISSED