Loading Now

মেহেন্দিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥

মেহেন্দিগঞ্জ পৌরসভার কালিকাপুর ৫নং ওয়ার্ড সরদার বাড়ি সংলগ্ন রাস্তার উপরে গতকাল বুধবার সকাল সাড়ে আটটায় সড়ক দুর্ঘটনায় আলীগঞ্জ গ্রামের মো: মনির মৃধার একমাত্র ছেলে মো: ইউসুফ (০৮) নিহত হয়েছে। জানা গেছে, শিশুটি তার নানা বাড়ি বেড়াতে আসে। পথিমধ্যে জাহাঙ্গীর নামে এক ব্যক্তির মালিকানাধীন নসিমন গাড়িটি তার হেলপার রাকিব বালু নিয়ে চালিয়ে যাচ্ছিলো। এ সময় ওই দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

 

স্থানীয়রা জানান অদক্ষ গাড়ি চালক দিয়ে বেপরোয়া ভাবে নসিমন-করিমন এভাবেই চলছে মেহেন্দিগঞ্জে অথচ দেখার কেউ নেই।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার এসআই মো: সুজন বলেন, শিশুটির লাশ থানায় আনা হয়েছে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED