Loading Now

মে দিবস উপলক্ষ্যে বরিশালে র‌্যালি

নিজস্ব প্রতিবেদক ।।

‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে’ এই স্লোগান নিয়ে বরিশালে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও অনুষ্ঠিত হয়েছে। আজ ১ মে সকাল ৯ টায় জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্র বরিশালের আয়োজনে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি কার্যালয় নূর এ আলম, অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ আলাউল হাসান, উপ-পরিচালক আঞ্চলিক শ্রম দপ্তর মোঃ মনিরুজ্জামান, সভাপতি জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি এস এম মিজানুর রহমান অহিদ, শ্রমিক সংগঠক ডাঃ মনীষা চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং বিভিন্ন কাজে কর্মরত শ্রমিক বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা মাধ্যমে অতিথিরা মহান মে দিবস এর তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। পরে অতিথিরা মাননীয় প্রধান উপদেষ্টার মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ এর অনুষ্ঠান বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান উপভোগ করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED