মৎস্য আড়তে শহীদ জিয়ার নাম ব্যবহারে বিএনপির নিন্দা
খবর বিজ্ঞপ্তি ॥ সম্প্রতি বরিশাল পোর্টরোড মৎস্য আড়তের নাম পরিবর্তন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে ‘শহীদ জিয়া পাইকারী মৎস্য অবতরণ কেন্দ্র’ লেখা সম্বলিত সাইনবোর্ড টানানোর ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জেলা বিএনপি। গতকাল রাতে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহীন স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয় ‘ যারা স্বৈরাচারী হাসিনার দোসর ছিল তাদের অনুসারীরাই সাইনবোর্ড পরিবর্তনের হোতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ব্যবহার করে যারা সাধারণ ব্যবসায়ীদের উপর জুলুম ও নির্যাতন করে অর্থ আদায়সহ বিভিন্ন অপকর্ম করছে তাদের সাথে বরিশাল জেলা বিএনপির কোন সম্পর্ক নেই। নেতৃবৃন্দ এই ঘৃণ্য, অর্থলোভী কুচক্রি মহলের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।
Post Comment