যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে অমানবিক নির্যাতন
নিজস্ব প্রতিবেদক ।।
স্বামীর হাতে রাতভর নির্যাতনের পর ফাহিমা আক্তার নামে এক গৃহবধূকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফাহিমা আক্তার বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের রামকাঠি গ্রামের নান্টু হাওলাদারের স্ত্রী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাহিমা আক্তার বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে আমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় শ্বশুরালয়ের লোকজন।
যেকারণে গত বুধবার রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। স্বামীর দাবীকৃত যৌতুকের টাকা না দেওয়ার কারনে গত বুধবার রাত বারোটা থেকে শুরু করে সকাল পর্যন্ত ঘরের মধ্যে আটকে রেখে দফায় দফায় আমাকে হাতুড়ি দিয়ে পেটায় স্বামী ও ননদীরা।
আমার ওপর হামলা চালিয়েছে স্বামী নান্টু হাওলাদার,ননদী ফজিলা আক্তার নিপা ও নিলুফা বেগম। এরা ওই গ্রামের বাসিন্দা লতিফ হাওলাদারের ছেলেমেয়ে। আহত গৃহবধূর মা মমতাজ বেগম বলেন, আমার মেয়ে দর্জির কাজ করে সংসার চালায়। মেয়ে জামাই বিয়ের পর থেকেই অলস জীবনযাপনে অভ্যস্ত।
ব্যবসায়িক কাজের কথা বলে একবার সত্তর হাজার টাকা ও পরে ষাট হাজার টাকা আমার কাছ থেকে নিয়ে যায় মেয়ে জামাই। তারপরও আমার মেয়ের ওপর নির্যাতন চলছে। আমি এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছি।



Post Comment