Loading Now

রমজানের প্রথম জুমায় বরিশালে মসজিদে মুসুল্লীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক ।।

রমজানের প্রথম জুমায় বরিশালসহ দক্ষিণাঞ্চলের সবগুলো মসজিদেই ছিল মুসল্লীদের উপচেপড়া ভিড়। দুপুর সোয়া ১২টা থেকে বিভিন্ন মসজিদে জুমার আযান শুরু হওয়ার আগেই অনেক মুসল্লীয়ান মসজিদমুখী হতে শুরু করেন। বরিশাল নগরীর অনেক মসজিদ ছাড়িয়ে রাস্তায়ও জুমার জামাতে বিপুল সংখ্যক মুসল্লীকে নামাজ আদায় করতে দেখা গেছে।

রমজানের প্রথম জুমার খুতবা পূর্ব বয়ানে মসজিদের খতিবগণ রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বয়ান করেন। খতিবগণ প্রতিটি মুসলমানের জন্য রোজা ফরজ বলে উল্লেখ করে কোনো অবস্থাতেই তা থেকে গাফিল হওয়া যাবে না বলে স্মরণ করিয়ে দেন। রোজা শেষে মহান আল্লাহ রাব্বুল আলামীন প্রতিটি রোজাদারের জন্য পুরস্কার নির্ধারিত রেখেছেন বলে পরিপূর্ণ তাকওয়ার সাথে সব মুমিন মুসলমানকে রমজান মাসের প্রতিটি রোজা রাখার তাগিদ দেন।

বরিশালের চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ খুতবা পূর্ব বয়ানে রোজার প্রতিটি হুকুম আহকাম পালনের তাগিদ দিয়ে রহমত ও নাজাতের এ মাসে গুনাহ মাফের উপযুক্ত সময় বলে উল্লেখ করেন। তিনি সকলকে বেশি বেশি করে তওবাসহ ইবাদত বন্দেগীতে মনোযোগী হওয়ারও আহ্বান জানান।

নগরীর কেন্দ্রীয় জামে কসাই মসজিদ, বায়তুল মোকাররাম মসজিদ, পুলিশ লাইন্স মসজিদ, বাংলাবাজার মসজিদ, চাঁদমারী মসজিদ, বটতলা হাজী উমর শাহ (রঃ) মসজিদ, বায়তুল মামুর মসজিদ, করিম কুটির মসজিদ, টিটিসি মসজিদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ মসজিদ, নথুল্লাবাদ মসজিদ, গুঠিয়ার বায়তুল আমান মসজিদসমূহেও খুতবা পূর্ব বয়ানে রোজার গুরুত্বসহ ইবাদত বন্দেগীর ওপর আলোকপাত করা হয়।

এছাড়া বরিশালের চরমোনাই দরবার শরীফ মসজিদ এবং ছারছিনা দরবার শরীফ মসজিদ এবং ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফ মসজিদেও জুমার বিশাল জামাতে খুতবা পূর্ব বয়ানে রমজানের প্রতিটি রোজা সহ ফরজ ও সুন্নত নামাজের পাশাপাশি বেশি করে নফল ইবাদত বন্দেগীর আহ্বান জানানো হয়।

বিশ্ব জাকের মঞ্জিল মসজিদেও রমজানের প্রথম জুমায় সারা দেশ থেকে বিপুল সংখ্যক জাকেরান ও আশেকানবৃন্দ জুমার নামাজে শরিক হন। এ দরবারে জুমার আজানের আগে থেকেই রমজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে ওলামায়ে কেরামগণ বয়ান শুরু করেন।

জুমার ফরজ ও সুন্নত নামাজ শেষে দুই রাকাত নফল নামাজ আদায় এবং মিলাদ অন্তে দোয়া মোনাজাতেও বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন। এছাড়া হক্কানী এ দরবারের রেওয়াজ মোতাবেক জুমার নামাজের সব আনুষ্ঠানিকতা শেষে সমবেত জাকেরান ও আশেকানসহ মুসল্লীয়ানগণ বিশ্ব জাকের মঞ্জিলের পীর সাহেব হযরত মাওলানা শাহসুফী সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) সাহেবের রওজা শরীফ সম্মিলিতভাবে জিয়ারতে অংশ নেন।

Post Comment

YOU MAY HAVE MISSED