রমজান মাসে অনলাইনে ক্লাস নেবে ববি
নিজস্ব প্রতিবেদক ।।
শিক্ষার্থীদের ভোগান্তির কথা মাথায় রেখে রমজান মাসে অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)।
সোমবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় চেয়ারম্যানকে অবহিত করা যাচ্ছে যে, ১১-১৭ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে সব বিভাগের ক্লাস চলমান রয়েছে সে সকল বিভাগের শিক্ষকবৃন্দের মধ্যে যাদের পক্ষে সম্ভব তারা প্রয়োজনে একাডেমিক ক্লাসসমূহ অনলাইন প্রক্রিয়ায় নিতে পারবেন।
এছাড়াও পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম যথারীতি সশরীরে পূর্বের ন্যায় চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Post Comment