রাজধানীতে ফের বাসে আগুন, ককটেল বিস্ফোরণ
অনলাইন ডেক্স ।।
রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া মিরপুর ও মৌচাকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন এলাকায় এ ঘটনাগুলো ঘটে।
জানা গেছে, ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকার ল্যাব এইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর–১০ এলাকার শাহআলী মার্কেটের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অন্যদিকে সন্ধ্যা ৬টায় মালিবাগের মৌচাক ক্রসিংয়েও ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ বলেছে, কিছু দুর্বৃত্ত মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছুঁড়ে মারে। এ ঘটনাতেও কেউ হতাহত হয়নি।
এর আগে সোমবার ভোরে রাজধানীর শাহজাদপুর ও মেরুল বাড্ডা এলাকায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টা ৪০ মিনিটে সংবাদ আসে, রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে বাস দুটিতে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ তাৎক্ষণিকভাবে জানিয়েছে।’



Post Comment