Loading Now

রাজনীতিতে আসা প্রসঙ্গে যা বললেন ঋতুপর্ণা

বিনোদন ডেক্স ।।

বিনোদনের তারকাদের অনেকেই এখন রাজনীতির ময়দানে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলে কি রাজনীতিতে আসবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত? চুঁচুড়া উৎসবে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে।

পশ্চিমবঙ্গের দেব থেকে রচনা বন্দ্যোপাধ্যায়, বহু তারকারই এখন কাজের পাশাপাশি রাজনীতি করছেন। সাংসদ, বিধায়কও হয়েছেন।

ডাক পেলে কি ঋতুপর্ণা সেনগুপ্তকেও দেখা যাবে রাজনীতির ময়দানে? জবাবে তিনি সাফ জানিয়েছেন, কোনওদিন না। তিনি শিল্পী হিসেবেই সকলের মনে থাকতে চান।

কারণ হিসেবে এই অভিনেত্রী জানান, রাজনীতির কিছুই বোঝেন না তিনি। যদি মুখ্যমন্ত্রী ডাকেন? এরপর ঋতুপর্ণার জবাব, তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও বুঝিয়ে বলবেন বিষয়টা।

এদিকে, বাংলাদেশের সিনেমা ‘তরী’তে অভিনয় করার কথা ছিল ঋতুপর্ণা সেনগুপ্তের। কিন্তু শেষ পর্যন্ত সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে জনপ্রিয় এ অভিনেত্রীকে। গেল বছরের শেষের দিকে এমনটাই জানিয়েছেন সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ।

জানা যায়, ঋতুপর্ণার পরিবর্তে ওই চরিত্রে নেওয়া হয়েছে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। ‘তরী’ সিনেমার প্রথম লটের কাজ শেষ হয়েছে। শিগগিরই দ্বিতীয় ও শেষ লটের শুটিং শেষ করা হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED