রাজাপুরের বিএনপি নেতা নাসিম আকনের পদ স্থগিত
ঝালকাঠি প্রতিনিধি ।।
চাঁদাবাজির অভিযোগে ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ঝালকাঠি জেলা বিএনপি অধীন রাজাপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন এর দলীয় পদ ২৫ জানুয়ারি হইতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। সাথে সাথে তাকে দলীয় সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক (দলীয় পদ স্থগিত) এর সাথে কোন প্রকার যোগাযোগ রক্ষা না করার জন্য নির্দেশনা দেয়া হলো।
এ বিষয়ে নাসিম উদ্দিন আকন বলেন,আমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিলো আমি সেটার জবাব দিয়েছি। জেলা বিএনপি থেকে প্রেসবিজ্ঞপ্তি দিয়ে আমার পদ স্থগিত করা হয়েছে।
জেলা বিএনপি আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগ বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ হয়।আমরা তাকে শোকজ করেছিলাম। শোকজের জবাব সন্তোষজনক না হওয়াতে তার দলীয় পদ স্থগিত করা হয়েছে।
Post Comment